ডেউচা পাঁচামী কোল ব্লক নিয়ে প্রশাসনিক বৈঠক ও প্রশিক্ষণ শিবির

16th September 2020 5:16 pm বীরভূম
ডেউচা পাঁচামী কোল ব্লক নিয়ে প্রশাসনিক বৈঠক ও প্রশিক্ষণ শিবির


মহঃ আজহারউদ্দিন ( বীরভূম ) :  ডেউচা-পাঁচামী কোল ব্লক নিয়ে প্রশাসনিক বৈঠক এবং প্রশিক্ষন শিবির আয়োজিত হল মহঃ বাজার ব্লক অফিসে । এদিন জেলা প্রশাসনের ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের অতিরিক্ত জেলা শাসক সুভ্রজ্যোতি ঘোষ, সদর মহকুমা শাসক রাজীব মন্ডল, বিডিও আশীষ মন্ডল, নবনিযুক্ত আইএএস প্রিয়াঙ্কা সিং সহ আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিল ডব্লু.বি.পি.ডি.সি.এলের আধিকারিকেরা, পুলিশের পক্ষ থেকে ডিএসপি ডি অ্যান্ড টি অভিষেক মন্ডল, সি আই অভিজিৎ চ্যাটার্জী, মহঃ বাজার থানার আধিকারিক সেখ মহঃ আলী ছাড়াও সমীক্ষক সংস্থার প্রতিনিধিরা। এদিন হাতে কলমে প্রশিক্ষন দেওয়া হয় সমীক্ষ‍কদের । স্থানীয় গ্রামপঞ্চায়েতের প্রতিনিধিদেরও এদিন উপস্থিত থাকতে বলা হয় এই সভায় ।





Others News

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( বীরভূম ) : মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বারবার অবৈধ বালি খাদান ও বালি পাচার রোধে কড়া পদক্ষেপ গ্ৰহণের কথা জানিয়েছেন । তবুও রাজ‍্যের নানা জায়গায় একাংশ বালি ও কয়লা মাফিয়া চক্র সক্রিয় । এছাড়াও ওভারলোডিং এর ফলে রাস্তার ক্ষতি হচ্ছে নানা জায়গায় । অবৈধ বালি খাদান বন্ধে এবার ড্রোন ক‍্যামেরার সাহায‍্যে নজরদারি শুরু করলো বীরভূম জেলা পুলিশ । পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন , পুলিশ কর্মীরা যেমন রাস্তায় রাস্তায় নজরদারি চালাচ্ছেন তেমনি বিভিন্ন নদীতেও নজরদারি চালানো হচ্ছে । ড্রোন ক‍্যামেরার মাধ‍্যমে নানা জায়গায় দেখা হয় বালি খাদান কোথাও চলছে কি না । তবে সেরকম কোনো হদিশ পাওয়া যায় নি । গতকাল রাতে দুটি ট্রাক আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার । কোনোভাবেই অবৈধ বালি খাদান চালানো যাবে না বলে মুখ‍্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তা কার্যকর করতেই কড়া পদক্ষেপ বীরভূম জেলা পুলিশের । তিলপাড়া ব‍্যারেজ সংলগ্ন এলাকায় নজরদারি চালালো মহম্মদবাজার থানার পুলিশ । অনান‍্য এলাকাতেও নজরদারি চলবে বলে জানা গেছে ।